মণিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মোবারকপুর গ্রামের সামছুর রহমানের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে হুমায়ুন কবিরসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় গত শুক্রবার লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে হায়াতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মোমিনের দোকানে এসে চাঁদা হিসাবে টাকা দাবি করে। মোমিন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে দোকান ভাঙচুর করে ক্যাশ ড্রয়ার থেকে নগত অনুমান ৬০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে মোমিন পরিবারের সাথে আলোচনা করে শুক্রবার মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের বিষয়ে অশ্বিকার করে ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, জমি জায়গা নিয়ে একটা ঝামেলা ছিল। আমরা স্থানীয় ভাবে সেটা মেটাতে গেলে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে রাজগঞ্জ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই হেলাল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা সম্ভব হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।