কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে জমি দখলের চেষ্টা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের কুশলদিয়া গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে নুরুল ইসলামের সঙ্গে একই গ্রামের শক্তিপদ দেবনাথের ছেলে মিঠুন দেবনাথের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার মিঠুন দেবনাথ, কৃষ্ণরঞ্জন দেবনাথ, আজিমুদ্দিন সরদারসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করেন এবং জমি দখলের চেষ্টা করেন।
এ সময় হামলাকারীরা টিনসেডের বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।