যশোরের রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় সরকারি জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবলীগ নেতা মাসুম গাজী, থানার রাইটার রিপন হোসেন ও কাস্টমের অফিসার শিমুল মিলে গতকাল জমি দখলে নিতে মাটি ভরাট করছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের টিম গিয়ে মাটি ভরাট করতে নিষেধ করে।
সূত্র মতে, রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা জমি। সেখানে থাকা মেসার্স নুর ফিলিং স্টেশন সংলগ্ন জমি দখল করতে দীর্ঘদিন ধরে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। গতকাল ট্রাকে করে মাটি এনে ওই জমিতে ফেলতে দেখা যায়।
এলাকাবাসীর ভাষ্য, রামনগর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম গাজী, কোতোয়ালি থানার রাইটার রিপন হোসেন ও কাস্টম অফিসার শিমুলসহ কয়েকজন মিলে গতকাল ওই জমিতে মাটি ভরাট করছিল। তখন এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি থানার এএসআই বাবুল’র নেতৃত্বে একটি টিম। তিনি দখলচেষ্টায় জড়িতদের নিষেধ করলে তারা আপাতত মাটি ফেলা বন্ধ রাখেন।
এএসআই বাবুল বলেন, আব্দুল্লাহ নামে স্থানীয় একজন খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। যারা মাটি ভরাট করছিলেন তাদের দাবি ওই জমি তাদের। কিন্তু সড়ক বলছে জমির তাদের। এজন্য মাটি ফেলতে নিষেধ করা হয়। এখন মাটি ফেলা বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে।
সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, সকালেই দখল চেষ্টা করা খবর শুনতে পাই। এ খবর জেনেই নির্বাহী প্রকৌশলীকে অবহিত করি। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।