চৌগাছা উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহে রমজানে দলের করণীয় বিষয়ে নানা আলোচনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুখপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল হামিদ, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, বিএনপি নেতা আব্দুল খালেক, আব্দুল মুজিদ, আবুল কালাম আজাদ,
আব্দুল মান্নান, ওহিদুল ইসলাম ভোদড়, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল
মান্নান, যুবদল নেতা সাইফুল ইসলাম রিংকু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।
সভায় আগামী ২০ রমজানের মধ্যে উপজেলার সকল ইউনিয়নে দলীয়ভাবে
ইফতার আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়াও দলীয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।