১৮ কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ

আগের সংবাদ

চৌগাছায় উপজেলা বিএনপির জরুরী সভা

পরের সংবাদ

মণিরামপুরে তেলের ডিপোতে আগুন

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫ , ৯:৪৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ৬, ২০২৫ , ৯:৪৫ অপরাহ্ণ

মণিরামপুরে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার খেদাপাড়া বাজারে অবস্থিত তাবাচ্ছুম ইন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে যেয়ে দগ্ধ হয়েছেন ব্যবস্থাপক শামসুর রহমান (৫০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গেছেন। পরে যশোর, ঝিকরগাছা থেকে দমকল কর্মীরা এসে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শকসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।

তেলের ডিপোর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, পদ্মার ডিলারশিপ নিয়ে খেদাপাড়া বাজারে আমার তেলের ব্যবসা পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার সকালে ডিপোতে ম্যানেজার কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভিতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে ম্যানেজার শামসুরের বামপাশে দগ্ধ পায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল হক বলেন, দোকানে ব্যারেলে কেরসিন ও ডিজেল ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকাসহ ভিতরে সব পুড়ে গেছে।

আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি এই ব্যবসায়ীর।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা সাফায়ত হোসেন বলেন, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ৫টা ইউনিট ৪৫ মিনিট ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়