কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন দৌলতপুর ইট প্রস্তুতকারী শ্রমিক ও মালিক সমিতি।
আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার সব ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ইটভাটা ভাঙচুর না করার দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এতে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক বশির আহমেদ, ভাটা মালিক নুরুল ইসলাম, ইয়াসিন শাহ্, শহিদুল ইসলাম ওলি, জাহাঙ্গীর আলম, সমেদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি। ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার যে কালো আইন করে সেই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি। বর্তমানে ভাটা মালিকরা নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইটভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা।
এ সময় শত শত ভাটা শ্রমিক দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকীর কাছে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান বলেন, আমাদের ভাটা বন্ধ থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারব না। অন্যদিকে আমরা বছরের প্রায় ১২ মাসই শ্রমিকদের চালাই। ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। শ্রমিকদের দিকটাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সেজন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইটভাটা মালিক সমিতির লোকজন একটা মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওপর থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।