যশোরের মনিরামপুরে অসহায় দুস্থ ১০০ নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের
জ্যৈষ্ঠ পুত্র জামিয়া ইমদাদিয়া মাদানিনগর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রশিদ বিন ওয়াক্কাস, মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মুহাম্মদ গাজী, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন,
আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব হোসেন উপস্থিত ছিলেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মনিরামপুর প্রতিনিধি আশরাফ ইয়াছিন বলেন, আমরা মনিরামপুরে ১০০ অসহায় হত-দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি। প্রতি পরিবার দুই কেজি ছোলা, এক কেজি খেজুর, এক কেজি মুড়ি, দুই কেজি ডাল ও এক লিটার সোয়াবিন তেল পেয়েছে।
ছবি : মনিরামপুরে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।