মোবাইল কোর্ট পরিচালনা ও ভাংচুর বন্ধের দাবিতে
ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা ও ভাংচুর বন্ধের দাবিতে যশোরের মনিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকেরা। আজ (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে উপজেলার ৪২টি ইটভাটার হাজারও শ্রমিক ও ভাটা মালিকেরা ইউএনও নিশাত তামান্নার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশ শেষে ভাটা মালিকেরা ইউএনও নিশাত তামান্নার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বরাবর স্মারকলিপি দিয়েছেন।
এরআগে পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন।
এদিকে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ চলা অবস্থায় তাদের দাবির সাথে সমর্থন জানিয়েছে সমাবেশে বক্তব্য রেখেছেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। জামায়াত ইসলামের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী এনামুল হক এসময় উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তিতায় মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাদে ভাটা চালানোর সব ধরণের কাগজপত্র আমাদের আছে। আমরা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা কর দিই। আমরা চাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকার আমাদের ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিক।
ইটভাটা মালিক সমিতির মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ইটভাটার সাথে মনিরামপুরের হাজারও পরিবারের জীবন ও জীবিকা জড়িত। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।
আমরা চাই মনিরামপুরে আর কোন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হোক। বন্ধ করা হোক ভাটায় ভাংচুর কার্যক্রম। তা না হলে আমরা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটা মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।
ছবি : ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে মঙ্গলবার মনিরামপুর ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ভাটা মালিক ও শ্রমিকেরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।