নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যশোরের জুয়েল

আগের সংবাদ

মনিরামপুরে ইটভাটা মালিক শ্রমিকদের ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ

পরের সংবাদ

হামিদপুরে মারপিটের ঘটনায় থানায় মামলা, আটক দুই

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫ , ৯:৩৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০২৫ , ৯:৩৮ অপরাহ্ণ

যশোরে তুচ্ছ ঘটনা কে রাতের আঁধারে দেশি ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে যখন করেছে ওই এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী। আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় আহতরা হলেন, তুফান (৩৮), বিদ্যুৎ (৪০) ও জুম্মান (৩৫)। এর মধ্যে বিদ্যুৎ ও জুম্মান স্থানীয় মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এবং তুফান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত রবিবার রাতে সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়া এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছে আকরাম হোসেন নামে স্থানীয় ইউপি সদস্য।

আহত জুম্মান জানান, তুফাতের সাথে একই এলাকার ওই এলাকার টনি, খোকন ও জনিদের সাথে বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় তুফাত বাড়ির অদূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জনি, টনি, বনি, রনি, কবিরসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশি ভাই জুম্মান বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার আসামিরা হলো, হামিদপুর মধ্যপাড়ার খোকন মোল্লার চার ছেলে জনি (৪০), টনি (২২), বনি (২৫) এবং রনি (৩৮) ও জনির ছেলে তুহিন (২১)। পুলিশ আসামি বনি ও তুহিনকে আটক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়