জুলাই অভ্যুত্থান থেকে তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ মার্চ) রাতের প্রথম প্রহরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।
শীর্ষ ১০ পদের মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রয়েছেন।
আহ্বায়ক কমিটিতে সদস্যপদে মনোনীত হয়েছেন যশোরের সন্তান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। তার বাড়ি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামে।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই খালেদ সাইফুল্লাহ জুয়েল সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। সাংবাদিকতা ও পত্রিকা সম্পাদনার পাশাপাশি তিনি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে বলিষ্ট কন্ঠস্বর হিসেবে লেখালেখি চালিয়েছেন। পরবর্তীতে জুলাই মাসে কোটা সংস্কার অন্দোলন শুরু হলে সক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃত্ব দেন।
খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরী হওয়া জনআকাঙ্খা বাস্তবায়নের জন্য বিদ্যমান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিলো। সেই অভাবটি পূরণ করবে এনসিপি। দেশের আপামর জনসাধারণকে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। আমি সারা দেশের পাশাপাশি যশোরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চাই। সকল দল মিলে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ যেনো যশোরের মানুষ পায় সেটি নিশ্চিতে কাজ করে যাবো আমি’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার। পরে আহ্বায়ক কমিটির অংশবিশেষ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।