যশোরের রাজারহাটে জনদুর্ভোগ নিরাশনে বেলি ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ২ লাখ মানুষ চলাচলের দুর্ভোগ লাঘবের জন্য যশোর সদর উপজেলার উদ্যোগে সোমবার বেলা ১২ টায় ব্রীজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকশলী আসিফ রেজা চৌধুরী।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক বিল্লায়েত হোসেনের সার্বিক সহযোগিতা আরো উপস্থিত ছিলেন কচুয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী লেকত হোসেন, ফতেপুর ইউনিয়নের ফারুক হোসেন, বিপুল হোসেন, শাহিন হোসেন, কচুয়া গ্রামের আবু বক্কর, আকবর আলি।
বেলি ব্রীজ নির্মাণ ঠিকাদার বিলায়েত হোসেন বলেন, বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের দুঃখ ও দুর্দশার কথা চিন্তা করে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এ কাজটি হাতে নিয়েছেন। মূল ব্রীজে যে অবকাঠামো কাজ থেমে আছে বিভিন্ন ঝামেলা সে ঝামেলাগুলো সহজে কিভাবে লাঘব করা যায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে দায়বদ্ধ রেখেছেন। এছাড়া এই বেলি সেতু দিয়ে প্রাথমিক পর্যায়ে ছোট যানবাহন ইজিবাইক অটো রিক্সা,অটো ভ্যান, যাতায়াত করতে পারবে ভালোভাবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, পূর্বে তিনি এই ব্রিজ দেখতে এসে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে। আপা তো অস্থায়ী সমাধানের জন্য এই বেলি সেতু নির্মাণ করা হয়েছে। এটি আপাত ২ থেকে ৩ বছর চলবে। পরে তিনি এর একটি স্থায়ী সমাধান বের করবেন।
তিনি আরো বলেন, নদী বাঁচাও আন্দোলনের যে সমস্ত নেতারা আছে তারা তো এই অঞ্চলের লোক। মূল সেতু নির্মাণের যে প্রতিবন্ধকতা আটকে আছে তারা যদি মামলাটি তুলে নেয় তাহলে দ্রুত সমস্যা সমাধান হবে এই অঞ্চলের মানুষের জন্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।