রোজায় বিদ্বেষ-সংঘাত পরিহার করে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার

আগের সংবাদ

চৌগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

পরের সংবাদ

ঝিকরগাছায় টাক্সফোর্সের বাজারদর মনিটরিং, ৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: মার্চ ২, ২০২৫ , ৯:০১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২, ২০২৫ , ৯:০১ অপরাহ্ণ

পবিত্র রমজানের প্রথমদিন রবিবার দুপুরে ঝিকরগাছা উপজেলা পৌরসদর পাইকারি ও খুচরা বাজারদর মনিটরিং ও জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা না থাকার অপরাধে নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভুমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৬জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুর রহমান শেখ, ঝিকরগাছা বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা এলাহী লিটু, থানার উপ-পরিদর্শক ইয়াছিন আলী, জিয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর ও আমদানিকারক জিয়াউর রহমান, হৈবত জিনিংয়ের প্রোপ্রাইটর হাবিবুর রহমান মন্টু, মাছবাজার ক্ষুদ্রমৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়