ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত

আগের সংবাদ

রোজায় বিদ্বেষ-সংঘাত পরিহার করে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার

পরের সংবাদ

দলের মধ্যে বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না: নার্গিস বেগম

প্রকাশিত: মার্চ ১, ২০২৫ , ১০:০৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ১, ২০২৫ , ১০:০৫ অপরাহ্ণ

যশোর জেলা বিএনপির বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শুদ্ধ এবং পরিশীলিতভাবে দল পরিচালনা করতে হবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই দলের সবখানে গণতন্ত্রের চর্চা অবারিত রাখতে হবে। দলের মধ্যে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া যাবে না।

যশোর সদর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার জেলা বিএনপি কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নার্গিস বেগম আগামী দিনে দলের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালনের জন্য সদর উপজেলা বিএনপির নতুন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু।

সভা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং বিএনপি নেতা সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়