চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের চৌগাছা উপজেলা সড়কের কাঁচাবাজারস্থ ব্যক্তিগত অফিস দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১মার্চ) আছর নামাজের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন, উপজেলা বিএনপির সভাপতি ও চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন ও মতিউর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।