যশোর ডিবি পুলিশের সাবেক সদস্য মিটুল হোসাইন (৩০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নিহত মিটুলের স্ত্রী রিক্তা এসপি গোল্ডেন লাইনের যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্টো-ব-১৫-৪৬৪৮) চালকের বিরুদ্ধে মামলাটি করেছেন।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী যশোর ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। গত ২৫ জানুয়ারি যশোরের চাঁচড়া চেকপোস্টে মোটরসাইকেল নজরদারি ডিউটিতে ছিলেন। দুপুর সোয়া দুইটার দিকে ওই বাসটি গোলচত্বরের কাছে পৌছায় এবং তার মোটরসাইকেলটিতে চাপা দেয়। সে সময় তিনি বাসের চাকার নিয়ে পড়েন। তার একটি পা সম্পূর্ণ রুপে থেতলে যায়। পরে তাকে লোকজন তাকে উদ্ধার করলেও বাসটি দ্রুত পালিয়ে যায়। আগত মিটুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পুলিশ হাসপাতালে ভীর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।