জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

আগের সংবাদ

হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহণ সেবা উদ্বোধন

পরের সংবাদ

সন্ত্রাস দমনে ডিবি ‘অলআউট অ্যাকশনে’

প্রকাশিত: মার্চ ১, ২০২৫ , ৯:০১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১, ২০২৫ , ৯:০১ অপরাহ্ণ

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি, ছোট-বড় যেকোনো অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে যুক্ত বেশিরভাগের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের অনেকে কিশোর গ্যাংয়ের সদস্য। কিছু রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধে জড়িয়ে দিচ্ছে। এসব অপরাধ দমনে যৌথ বাহিনী সক্রিয় রয়েছে, যেখানে সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

রমজান মাসে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। শপিং মল, ব্যাংক, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, সৈয়দ হারুন অর রশীদ, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়