যশোরের চৌগাছায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৮ফেব্রুয়ারী) আছর নামাজের পর চৌগাছা কামিল মাদরাসা মাঠ থেকে মিছিল শুরু হয়ে চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে (ভাস্কর্যের মোড়) সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সাবেক আমীর ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ ও মাওলানা গিয়াস উদ্দিন, অর্থ-সম্পাদক মাস্টার ইমদাদুল হক, অফিস সম্পাদক মাওলানা শামসুর রহমান, পৌর আমির মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সাবেক আমীর হাফেজ আমিন উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করতে হবে। দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হবে। তারা হোটেল রেস্তোরাঁ মালিকদের প্রতি আহবান জানান, দিনের বেলা দোকান খোলা রাখলে যেন অন্তত পর্দা ব্যবহার করেন। যেন অন্য রোজাদারদের কোন অসম্মান না হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।