মণিরামপুরে অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের খালপাড়ে স্থানীয় একদল দুর্বৃত্ত এ জমি দখল করার পায়তারা করছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছে। গত বুধবার মণিরামপুর থানায় এ বিষয়ে ফজর আলী (৬০) লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী ফজর আলী জানায়, স্থানীয় খালেক মোল্লার স্ত্রী মারুফা বেগম ও খালেকের ছেলে আমিনুর রহমানের কাছ থেকে ১৯৯১ সালে ১১ শতক জমি টাকার বিনিময়ে রেস্ট্রিকৃত কবলা দলিলের মাধ্যমে ক্রায় করে ভুক্তভোগী পরিবার। ক্রায়ের পরে বাড়ি করে তারা ৪ ভাই ভোগদখল করে আসছিল। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে একই এলাকার শাহজাহান ও তার ছেলে মজনু হোসেন ও খালেকের ছেলে শহিদুল জমি দখলের পায়তারা করছে।
তিনি আরো জানায়, ইতোমধ্যে জমিতে থাকা বিভিন্ন জাতের প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে ওই চক্রটি। পরে বাকি গাছগুলো কেটে নেওয়ার সময় স্থানীয় লোকজন বাধা দিলে গাছ কাটা বন্ধ রেখেছে। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকির ভয়ে পরিবারের লোক এখন পালিয়ে বেড়াচ্ছে ও মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।