বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য আটক

আগের সংবাদ

বাহিনীর সদস্যের গাফিলতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে—স্বরাষ্ট্র উপদেষ্টা

পরের সংবাদ

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি, সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।” তিনি আরও জানান, ছয় মাসের দায়িত্ব পালনকালে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। যদিও এই সময় খুবই কম ছিল, তারপরও তিনি চেষ্টা করেছেন এবং তার কাজের মূল্যায়ন জনগণ করবে।

নাহিদ ইসলাম সাংবাদিকদের আরও জানান, নতুন যে রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে, সেখানে যোগ দেওয়ার তার অভিপ্রায় রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই দলে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এ কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়