যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশের দাবি রোববার রাত সাড়ে ১১ টায় রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, আসামিরা আওয়ামীলীগের শাসন আমলে নৈরাজ্য চালিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এছাড়া ৪ আগস্ট বিএনপি পার্টি অফিসের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে এই দুই জনের জড়িত থাকার প্রমান রয়েছে। তাদেরকে এ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে সুমন আজ পৌরসভার একটি টেন্ডারে অংশ নিতে পৌরসভায় যান। সেখানে উপস্থিত থাকা ছাত্রজনতা তাকে ধরে ডিবি পুলিশের হাতে সোপর্দ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।