সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কেশবপুরের মজিদপুর ইউনিয়নে নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা. মো. হাসনাত আনোয়ার ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীদ আনোয়ার রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার গোলাম কিবরিয়া, মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন বুলবুল, শফিকুল ইসলাম, সমৃদ্ধির ইউনিয়ন সমন্ময়কারী আশরাফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, আল মামুুন, ডা. রায়হান আহম্মেদ শুভ, রফিকুল ইসলাম সহ ইউনিয়নের সমাধানের ৯ জন স্বাস্থ্য পরিদর্শন উপস্থিত ছিলেন।
ক্যাম্পে ১৬৮ জন রোগীকে ফ্রী সেবা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।