মণিরামপুরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই কাউন্সিলর কারাগারে

আগের সংবাদ

ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে, অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’

পরের সংবাদ

দৌলতপুর সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৮:২০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৮:২০ অপরাহ্ণ

দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া’র নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পেশাদার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা অটুট রাখতে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। পর্যায়ক্রমে এসব কর্মসূচি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি এস আর সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয় এবং উপদেষ্টা সাইফুল ইসলাম শাহীন।

সভায় ফোরামের নেতৃবৃন্দ বলেন, দৌলতপুর সাংবাদিক ফোরাম একটি নিরপেক্ষ সাংবাদিক সংগঠন। এই সংগঠনটি কারো মুখ দেখে কাজ করে না, চারপাশে যা ঘটে তাই ফোরামের সদস্যরা সংবাদমাধ্যমে তুলে ধরেন। যে কোনো পরিস্থিতিতে এই ধারা অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফোরামের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় এবং পর্যায়ক্রমে এসব কর্মসূচি সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সম্রাট, অর্থ সম্পাদক এজেএইচ লিমন, তথ্য প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান ও নির্বাহী সদস্য শিমুল হকসহ ফোরামের কার্যনির্বাহী সদস্যরা। এ সময় ঢাকার কর্মস্থল থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ফোরামের সহসভাপতি রিপন ফরায়েজি ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়