মণিরামপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় আদালত মণিরামপুর পৌরসভার সদ্য সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
মনিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম বাচ্চু আওয়ামীলীগ সরকারের সাবেক সমবায় প্রতিমন্ত্রী মনিরামপুরের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ভাগনে। করোনাকালীন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সময় কিছুদিন জেল খেটেছিলেন।
মোহাম্মদ আজিম মনিরামপুর পৌরসভার হাকোবা ওয়ার্ডের ও আব্দুল কুদ্দুস জুড়ানপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তারাও উপজেলা যুবলীগ নেতা।
এসআই মিলন মোল্লা বলেন, চলতি মাসের ১০ তারিখ রাতে পৌর যুবদল নেতা মিজানুর রহমানের হাকোবা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দিন রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। উত্তম চক্রবর্তী বাচ্চু, মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুস সেই মামলার এজাহারভুক্ত আসামি।
এসআই মিলন বলেন, এই তিনজন আজ বৃহস্পতিবার স্বেচ্ছায় যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
এসআই মিলন আরও বলেন, মিজানুর রহমানের মামলায় ২৫ জন এজাহারনামীয় আসামি আছেন। বাকিদের অনেকে পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।