অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে আরও ১৪-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলা টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভাকে সফল করতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে বাধা দেন এবং সতর্ক করে দেন যে, ১৮ তারিখের জনসভায় কেউ যেন অংশ না নেয়। তবে বিএনপির নেতাকর্মীরা হুমকি উপেক্ষা করে জনসভায় অংশ নেন।
এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে একদল হামলাকারী ওয়ার্ড বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়, যার ফলে তারা আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, প্রেমবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।