মণিরামপুরে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার মাদক নিয়ন্ত্রণের ৩ সদস্য

আগের সংবাদ

বেনাপোল সীমান্তে এক মাসে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

পরের সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি মোট ১৪টি স্থানে পূজা উদযাপিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্ৰদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় সরস্বতী পূজা ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার সকল আয়োজনের সফলতা কামানা করেন ।

পূজা চলাকালীণ উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, পূজা উদযাপন কমিটির সদস্য-সচিব ও চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত পূজাসহ মোট ১৪টি স্থানে এই পূজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়