যশোরে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে এসপি জিয়াউদ্দিন আহমেদ

আগের সংবাদ

চট্টগ্রামে সাড়ে ১১ লাখ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায়

পরের সংবাদ

যশোরে ৩দিনব্যাপী খেজুর গুড় মেলার উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ

যশোরের সীমান্ত উপজেলা চৌগাছায় ৩দিনব্যাপী খেজুর গুড়ের মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় চৌগাছা উপজেলা প্রশাসন চত্বর যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অস্থিত্ব সংকটে পড়েছে খেঁজুর গাছ। তবে আশার কথা হলো-কৃষি পণ্য হিসাবে এমনকি শিল্প পণ্য হিসাবে খেঁজুর গাছের গুড়-রসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ কারণে খেজুর গাছ রক্ষায় নতুন করে মানুষ জেগে উঠেছে। খেঁজুর গাছ চাষ, গাছ কাটা, রস আহরণ ও গুড় উৎপাদন করা খুবই কষ্টসাধ্য। যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, অত্র অঞ্চলে খেঁজুর গাছের রস-গুড়ের সুনাম রয়েছে। আমাদের এই সুনাম ধরে রাখতে হবে। এই ঐতিহ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। গুড় উৎপাদনের সাথে যারা যুক্ত তাদেরকে সব সময় সহযোগিতা করা হবে। আমাদের পরিবেশ বান্ধব খেঁজুর গাছ বেশী করে রোপণে উদ্যোগ গ্রহণ করতে হবে।

যে যার অবস্থান থেকে এই পেশার সাথে যারা জড়িত তাদেরকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, গুড় মেলাটি চৌগাছা থেকে শুরু হয়েছে। মেলা থেকে গাছিরা যেমন উপকৃত হবেন, তেমনি ক্রেতাসাধারণ ভেজালমুক্ত গুড় ক্রয় করতে পারবেন। তাই প্রতিবছর মেলার কার্যক্রম অব্যহত রাখতে আমাদের সহযোগিতা করতে হবে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মো. গোলাম মোর্শেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আলীবুদ্দীন খান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রহিদুল ইসলাম খান, জামায়াত নেতা মো. কামাল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, আতাউর রহমান লাল, নূরুল কদর ও আব্দুল হামিদ মল্লিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেজুরগাছ চাষি, গাছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম গুড় মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি গাছিদের সাথে কথা বলেন। তাদের সমস্যা নিয়েও আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বৈশাখী মঞ্চে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়