প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫ , ৯:০৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০২৫ , ৯:০৪ অপরাহ্ণ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাই, বুধবার ( ৮ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার সময় মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মহসীনের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক লক্ষ্মী বিশ্বাস (২৮) ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানার উলাসী গ্রামের বিপ্লব বিশ্বাসের স্ত্রী।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্য ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মোঃ মহসীনের বাড়িতে ভারতীয় নাগরিক অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টায় সময়, বাঘাডাংগা বিওপির চৌকশ টহল দল সীমান্ত পিলার ৬০-৩৩ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গ্রামের কলা বাগান থেকে তাকে আটক করে।
আটককৃত ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টার সময় বিজিবি বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।