সকল প্রস্তুতি শেষ করে যশোরে আজ ‘কাচ্চি কুইন’ রেষ্টুরেন্ট উদ্বোধন হতে যাচ্ছে।
দুপুর ১২.০০ টায় ফিতা কেটে কাচ্চি কুইন উদ্বোধন করবেন বলে সদয় সম্পত্তি জ্ঞান করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অতিথিবৃন্দ। ভোজন প্রিয় স্মার্ট যশোরবাসীর জন্য দেশী বিদেশী উন্নতমানের রুচিশীল ও মানসম্মত খাবারের বিপুল সম্ভার নিয়ে যশোর যোগেন্দ্রনাথ সড়কস্থ লালদীঘির পূর্বপাড়ে রেষ্টুরেন্ট ‘কাচ্চি কুইন’ যাত্রা শুরু করবে আজ।
কাচ্চি কুইনের খাদ্য তালিকায় রয়েছে, বাসমতি কাচ্চি রেগুলার, বাসমতি কাচ্চি স্পেশাল, কাচ্চি পেটুক, বাসমতি কাচ্চি, বোরহানি, ফিন্নি, জাফরানি শরবত, জলি কাবাব, চিকেন রোষ্ট, আফগানি কাবলি পোলোও, প্লেইন পোলোও, মাটন রেজালা, চিকেন মালাইকারী, চাটনী। এছাড়াও ক্যাটারিং, পার্টিসহ সকল অনুষ্ঠানের বুকিং নেয়া হবে কাচ্চি কুইনে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রূপালী খাতুন ও পরিচালক সোহেল মাহমুদ বলেন, যশোরবাসীকে ভেজালমুক্ত, উন্নতমানের রুচিশীল ও মানসম্মত খাবার পরিবেশন করা আমাদের একমাত্র লক্ষ্য। যশোরবাসীর সহযোগীতা পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারব। যশোরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।