আশাশুনি প্রেস ক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওসি নোমান হোসেন

আগের সংবাদ

যশোরে ‘কাচ্চি কুইন’ রেষ্টুরেন্টের উদ্বোধন আজ

পরের সংবাদ

জাজিরা থানার ভেতর ঝুলছিল ওসির মরদেহ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ওসির শয়নকক্ষের জানালার সঙ্গে মরদেহ ঝুলে থাকতে দেখে ডিউটিরত পুলিশ সদস্যরা।

পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পরিবার জানায়, গত দুই বছর যাবত তিনি ডিপ্রেশনে ভুগছেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ধরে এই থানায় দায়িত্বে ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়