ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে যুবসমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টলি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ এবং সভাপতিত্ব করেন রাজন বিশ্বাস রাজু আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মজিদ বিশ্বাস, মোঃ আব্দার হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন মোল্লা এবং পৌর যুবদলের আহবায়ক শাহাজাহান আলী খোকন।
প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে টলি নিয়ে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ গ্রহণ করে। এই ঐতিহ্যবাহী টলি দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতার ঢল নামে এবং এক উৎসবের আমেজ তৈরি করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জিতে নেন একটি বড় খাসী ছাগল হরিনাকুন্ডু উপজেলার আবির হোসেন ।
দ্বিতীয় স্থান অর্জন করে ও জিতে নেন একটি ছাগল একই উপজেলার প্রান্ত হোসেন। তৃতীয় স্থান অর্জন করে কালীগঞ্জ উপজেলার সাগর হোসেন, এবং পুরস্কার হিসেবে জিতে নেন একটি ভীবো এন্ড্রয়েড ফোন। অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এই রকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ব্যতিক্রম আয়োজন করে ভবিষ্যতে মানুষের আরো আনন্দময় সময় কাটানোর ব্যবস্থা করে সমাজ কে সকল প্রকার কুসংস্কার ও মাদক মুক্ত করতে সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।