যশোরের কেশবপুরে পুর্বশত্রুতার জের ধরে এক প্রতিবন্ধী কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ফসলের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল করিম সরদার গত মঙ্গলবার রাতে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে প্রতিবন্ধী কৃষক আব্দুল করিম সরদার ও আব্দুর রহিম সরদারের সাথে তাদের আপন ভাই বিবাদী জুলফিকার আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। যার কারণে বিবাদী জুলফিকার আলী বিভিন্ন সময় ফসলের ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই জের ধরে গত ৪ জানুয়ারি সকালে বিবাদী জুলফিকার আলী সহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে নিয়ে দা, কাঁচি ও হাঁসুয়া হাতে আমাদের দখলীয় মোমিনপুর মৌজার ১৮ শতক জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে লাগানো ভুট্টা গাছ কেটে ও ভাঙিয়া প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। তিনি ও তার ভাই আব্দুর রহিম সরদার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঁধা নিষেধ করলে বিবাদী জুলফিকার আলীসহ অজ্ঞাতনামা লোকজন তাদেরকে মারপিট ও খুন জখমের হুমকি দিলে ভয়ে বাড়িতে চলে আসে।
একই দিন দিবাগত গভীর রাতে উক্ত বিবাদী জুলফিকার আলীসহ অজ্ঞাতামা লোকজন বাদীর স্ত্রীর নামীয় দখলীয় রেজাকাটি মৌজায় ৩১ শতক জমিতে লাগানো সরিষা খেতের ফসল কেটে ও নষ্ট করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। বিবাদী মোট ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে বিবাদী জুলফিকার আলী ভুট্টা খেত ক্ষতিসাধন করার কথা স্বীকার করে বলেন, আমি সরিষা খেত নষ্ট করিনি। বাদী আমার আপন ভাই। জমিজমা নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলে আসছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।