প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ , ৬:২৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৮, ২০২৫ , ৬:২৮ অপরাহ্ণ
ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগমের পদত্যাগের দাবিতে ০৮/০১/২০২৫ তারিখে বুধবার বেলা বারোটার দিকে স্কুলের সামনে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে মানববন্ধন হয়। মানববন্ধনে তারা প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের পদত্যাগের জোর দাবি জানায় এবং তার বিরুদ্ধে পহেলা জানুয়ারির বই বিতরণ উৎসবে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করার অভিযোগ করে।
এবং তারা আরো অভিযোগ করে বলে আমাদের বাচ্চাদের স্কুলে পড়ালেখা করতে পাঠায় কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিয়ে টয়লেট পরিষ্কার করা সহ শিক্ষিকার ব্যক্তিগত বিভিন্ন কাজ করিয়ে নেয়।এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা এলাকাবাসী বলে। এলাকাবাসীর দাবি সেলিনা ম্যাডম স্বৈরাচার শেখ হাসিনার সময় স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করত। সে সময় আমরা কিছু বলতে পারিনি উনার ভয়ে ,এখন এলাকাবাসী ওনার পদত্যাগ চাই।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।