তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক

আগের সংবাদ

গোপালগঞ্জে বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

পরের সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ , ১:২৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৮, ২০২৫ , ১:২৮ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই প্লেনটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

রজার কুক বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়