যশোর শিক্ষাবোর্ডে নবাগত চেয়ারম্যানের যোগদান

আগের সংবাদ

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পরের সংবাদ

পাকিস্তানে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৭, ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে জার্মান কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই জার্মান কূটনীতিকের নাম টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮)। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের কূটনৈতিক ছিটমহল কারাকোরাম হাইটসে অবস্থিত তার বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিলেফেল্ড ইসলামাবাদে জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে।

লাশ উদ্ধারের সময় টমাস জার্গেন বিলেফেল্ডের চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয়র একটি হাসপাতালে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়