যশোর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর খোন্দকার কামাল হাসান। মঙ্গলবার দুপুরে তিনি যোগদান করেন। এ সময় বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার তাকে ফুল দিয়ে শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে বরণ করে নেন।
যোগদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, প্রোগ্রামার জাকির হোসেন, সহকারি প্রকৌশলী আরিফুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক রাকিব হাসান, সহ-সভাপতি নাসির উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম প্রমুখ।
প্রফেসর খোন্দকার কামাল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ হতে প্রথম শ্রেণীতে অনার্সসহ প্রথম শ্রেণীতে মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৩ সালের নভেম্বর মাসে পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে মেহেরপুর সরকারি কলেজ যোগদান করেন।
১৯৯৪ সালের নভেম্বর মাসে তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ বদলি হয়ে আসেন। সেখানে তিনি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০০৪ সালে পদন্নোতি পাওয়ার বিভিন্ন কলেজে চাকরি করেছেন তিনি। ২০১১ সালে তিনি বগুড়ার গাবতলী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়িত হন। সেখানে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর তিনি পুনরায় সরকারি আজিজুল হক কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে বদলী হয়ে আসেন।
ওই বিভাগে শিক্ষকতা করা কালে ২০১৮ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালের এপ্রিল মাসে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে তিনি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে যোগদান করেন। ২০২৩ সালের নভেম্বর মাসে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ হিসাবে পদায়ন প্রাপ্ত হন। ২০২৩ সালের ১৪ নভেম্বর হতে ২০২৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তিনি সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। সেখান থেকে যশোর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান হিসেবে পদায়িত হয়েছেন। ২০২২ সালে বিসিএস শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত। দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।