২২০ জন বাংলাদেশি যাত্রী আটকে পড়েছেন কলকাতা বিমান বন্দরে

আগের সংবাদ

চৌগাছায় পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জুয়েলারি ব্যবসায়ীকে অপহরণ

পরের সংবাদ

রংপুরে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ

রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধায় নগরীর পরশুরাম থানার আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সাধন রায় (২২) লালমনিরহাটের হাতীবান্ধার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল থামিয়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির নিচে বিশেষ কায়দায় রাখা ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাধন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন ‍পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, নগরীতে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান পরিচালনা করছি। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়