শেষ মুহূর্তে ডেম্বেলে ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির

আগের সংবাদ

পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পরের সংবাদ

ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫ , ১:২৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৫ , ১:২৪ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে দেন।

জানা যায়, আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। হঠাৎ সেখান থেকে ছিটকে দ্বিতীয় তলায় পড়ে যায়। এতে তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এজন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে।

উল্লেখ্য, এরআগেও ওই একই ভবনে কাজ করার সময় নির্মাণসামগ্রী গায়ে পড়ে ওবায়দুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়