ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আগের সংবাদ

ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

পরের সংবাদ

শেষ মুহূর্তে ডেম্বেলে ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫ , ১১:৫২ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৬, ২০২৫ , ১১:৫২ পূর্বাহ্ণ

ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে এএস মোনাকোকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে পিএসজি। তবে ফাইনাল ম্যাচের এই জয়টা খুব একটা সহজে আসেনি ফরাসি জায়ান্টদের। রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাদের। নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়া পিএসজি ম্যাচের অতিরিক্ত সময়ে বল জড়ায় জালে।

শেষ মুহূর্তে ডেম্বেলের একমাত্র গোলেই টানা তৃতীয়বার এই আসরের শিরোপা ঘরে তোলে তারা। এ নিয়ে সবশেষ এক যুগে ১১তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো লিগ ওয়ানের সবচেয়ে সফলতম ক্লাবটি।

রোববার (৫ জানুয়ারি) রাতে ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।

পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে লক্ষ্যভেদ হয়নি একটিতেও। এতে দর্শকটা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে।

৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।

গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি।

উল্লেখ্য, ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল চারবারের চ্যাম্পিয়ন মোনাকো। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই তারা হেরে যায় পিএসজির কাছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়