জয়তী সোসাইটি, যশোর এর পক্ষ থেকে শুভেচ্ছা

আগের সংবাদ

রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামিম

পরের সংবাদ

যশোর জেলা বিএনপির পার্টি অফিস পুড়ানোর মামলায় রাজু চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৫, ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের মুড়লী অঞ্চল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ যশোর জেলা বিএনপির পার্টি অফিস পুড়ানোসহ দুই থেকে তিনটি মামলার এজহারভুক্ত আসামি। পুলিশ অত্যন্ত বিশ্বস্তসূত্রে জানতে পারে রাজু আহমেদ মুড়লী অঞ্চলে আছেন। গোপন তথ্যের মাধ্যমে পুলিশের একটি টিম সন্ধ্যার সময় তাকে গ্রেফতার করে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়