জয়তী সোসাইটি পরিচালিত সাড়াপোল শাখার আয়োজনে শনিবার সকালে জয়তী সাড়াপোল শাখার ৫৬ জন ৬০ ঊর্ধ্ব দু;স্থ মায়েদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস) ডা: আমীর হোসেন।
স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য নাসরিন হোসেন, সমাজসেবক ইব্রাহিম মোড়ল, সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, কাশিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিয়ার রহমান।
আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার-০১ হারুন অর রশিদ, প্রোগ্রাম ম্যানেজার-০২ রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার আসলাম আলী, ম্যানেজার স্বাস্থ্য শামীমা খাতুন, স্বাস্থ্য সহকারী সাদিয়া, বর্ষা বিশ্বাস, কর্মসূচি সংগঠক শারমিন খাতুন, সুমাইয়া খাতুন ও অফিস সহকারী আজগার আলী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।