বোর্ড চাইলে অধিনায়ক হতে রাজি মিরাজ

আগের সংবাদ

নড়াইলে সাংবাদিকের ওপর হামলায় মানববন্ধন

পরের সংবাদ

১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৪, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দীর্ঘ ১২ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে, সর্বশেষ ঢাকা সফর করেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ‘ডি-৮’ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন ইসহাক দার।

দারের সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ ইতিমধ্যে তাদের সহযোগিতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপও নিয়েছে।

এর মধ্যে রয়েছে- বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্য শুরু করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়