চাঁদাবাজ-সিন্ডিকেট মুক্ত ফুলের বাজারে কৃষকের মাঝে স্বস্তি

আগের সংবাদ

রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পরের সংবাদ

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবসে বক্তব্য রাখেন ইউএনও কৃষ্ণা রায়

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ , ৮:২৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৫ , ৮:২৩ অপরাহ্ণ

জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফরুক।

সভায় উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান, এসডিএফ এর মাশুকুল হক প্রমুখ আলোচনা রাখেন। সভায় ২০২৪ সালের শ্রেষ্ঠ সমাজ কর্মী নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়