বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ

আগের সংবাদ

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার

পরের সংবাদ

যুবদল সভাপতির লাশ উদ্ধার গাংনী ওয়ার্ডে

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ , ২:৫৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৫ , ২:৫৪ অপরাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় ৩ মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।

কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত রাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে নিখোঁজ হয় সে। সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে কি কারণে এ ঘটনা কিছুই বলতে পারছি না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়