ঝিনাইদহ-মাগুরা মাহসড়কে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত লিয়াকত আলী হরিশংকর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানযোগে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন ভ্যানচালক লিয়াকত আলী। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মডার্ন একপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ঘটনার পরপরই আমরা বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।