কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগের সংবাদ

খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

পরের সংবাদ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ

ঝিনাইদহে পানিতে ডুবে মোঃ আরিয়ান (দেড় বছর) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার মায়াধরপুরে নানা বাড়ীর পাশের পুকুরে এ ঘটনা ঘটে ।

মৃত আরিয়ান ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ রাসেদের বড় ছেলে ।

আরিয়ানের নানা মঙ্গল মিয়া জানান, গত কয়েকদিন আগে আরিয়ানের মা আমাদের বাসায় বেড়াতে আসে । এরপর থেকে তারা এখানেই ছিল । আজ সকাল সাড়ে ৭টার দিকে সে বাড়ির পাশে খেলা করছিল । হঠাৎ অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় । এ সময় আশেপাশের প্রতিবেশীদের ডাক চিৎকারে আমরা ঘটনাস্থালে যেয়ে দেখতে পাই আরিয়ান পানিতে তলিয়ে গেছে । তাকে খুজে পেয়ে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ইয়াসমিন জানান, শিশুটি হাসপাতালে পৌছানোর পূর্বেই মারা গেছে ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শুনেছি । পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়