বাঘারপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগের সংবাদ

‘এইচডিও’ উদ্দ্যোগে বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ

পরের সংবাদ

জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ

বছরের প্রথম দিনে যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সংস্থার সাধারণ পরিষদের সম্মানিত সদস্য ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চত্বর।

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সুচিত হয় দিবসের কার্যক্রম।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করনে, সংস্থার উপ-নির্বাহী পরিচালক মেরীনা আখতার।

বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠানের সাধারণ পরিষদ সদস্য ওস্তাদ অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জি ও নির্বাহী পরিষদ সদস্য মো. হারুণ অর রশিদ।

অনুষ্ঠানে সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সেরা ৬৫ জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়। শেষে জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত শিশু স্বর্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবেশন করে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়