মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে আছে

আগের সংবাদ

আওয়ামী লীগ সরকারের দোসরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

পরের সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই: নুর

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪ , ১:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪ , ১:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাষ্ট্রীয়ভাবে জুলাই অভুত্থানের ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি বলেন, বাতিল নয়, সংবিধান কিছু বিষয় সংশোধন করা যেতে পারে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে একথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি।

নুরুল হক নূর বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি, এটাকে অস্বীকার করার উপায় নেই। সংবিধান এখন পর্যন্ত সতেরোবার সংশোধন হয়েছে, ফ্যাসিবাদী ধারা বদলানো যেতে পারে। তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরো গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আর্বিভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে।

এ সময় সরকারের সমালোচনাও করেন নুর। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পাঁচ মাসে হোঁচট খেয়েছে।

এ সময় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়