যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতী পূর্বপাড়া মোড় এলাকা হতে আসামী মোঃ আব্দুর রাজ্জাক ব্যাপারী (৫১) কে ৩০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উক্ত এলাকার মোঃ হযরত ব্যাপারীর ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই দিন আরও দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০২ জন আসামী মোঃ বাবলু শেখ (২৪) ও মোঃ রনি হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।
মোবাইল কোর্ট অভিযান দুটিতে নের্তৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল আহাদ ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমাইয়া জাহান ঝুরকা। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।