যশোর সদর উপজেলায় বাড়ি বাড়ি তদন্ত ছাড়াই সাবমার্সেবলের তালিকা প্রণয়ন

আগের সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর অভিযানে গাঁজা সহ আটক ০৩ জন

পরের সংবাদ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরে আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির বার্ষিক ফলাফল

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ

শিশুর শ্রেষ্ঠ শিক্ষার যোগ্য এই স্লোগানকে মূল প্রতিপাদ্য হিসেবে গণ্য করে আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে আগত অভিভাবক ও শিক্ষার্থীদের বরন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর আমিনিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা সাখাওয়াত হোসেন।

প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মুকতাসিদের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর আমদাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী, পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়াারম্যান মোহাম্মদ মাহ্দী হাসান।

সভায় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সহ বুয়েট কুয়েট চুয়েট ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রগণ প্রথম সারিতে অবস্থান করছেন এবং সৎ যোগ্য ও আদর্শ নাগরিক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। তাই একজন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ। পরে বার্ষিক পরিক্ষায় কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়