পাইকগাছায় চোরাই মাল'সহ চোর আটক-২

আগের সংবাদ

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্দ্যোগে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ

পরের সংবাদ

কালীগঞ্জে কোলাবাজার হাইস্কুল মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪ , ৭:৫০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪ , ১০:২০ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ কোলাবাজার হাইস্কুল মাঠে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা নির্দ্দেশনা দিয়েছেন। তার নির্দ্দেশনার জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষে বিএনপির তৃনমুলের কর্মীরা মাঠে ময়দানে কাজ করছেন। তারেক রহমানের আরো নির্দ্দেশনা আছে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করলে রেহায় দেওয়া হবে না।

আগামীতে গনতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে দেশ চালাবে। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদ।

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনের সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা ইন্ধিসঢ়;জনিয়ার তৌহিদুর রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, নাজমুল হাসান তিতাস, আব্দুল মান্নান মনা, যুবনেতা আবু তাহের হিরু সহ জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়